Breaking

Monday 24 June 2019

সিলেট-ঢাকা যাওয়া ট্রেন উপাবন এক্সপ্রেস কুলাউড়ার বরমচাল এলাকায় লাইন-চ্যুত করায় ট্রেনটি ছিটকে ব্রিজ থেকে পরে যায়।



সিলেট-ঢাকা যাওয়া ট্রেন উপাবন এক্সপ্রেস কুলাউড়ার বরমচাল এলাকায় লাইন-চ্যুত করায় ট্রেনটি ছিটকে ব্রিজ থেকে পরে যায়।

সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে মৌলভীবাজার এলাকায় উপাবন এক্সপ্রেস ট্রেন এর ৬টি বগি ছিটকে পরে যায় ব্রিজ থেকে, এই দুর্ঘটনায় প্রায় ৪ জন মানুষ মারা গেছে এবং আহত অনেক। রবিবার রাতে প্রায় ১২টার সময় দুর্ঘটনাটা কুলাউড়া বরমচাল এলাকায় হয়েছে। আরও যানা যাচ্ছে যে সিলেট এর সাতে সারা দেশের রেল যোগাযোগ বন্দ।

কুলাউড়া হাসপাতাল থেকে ৪ টি মানুষের মৃত খবর পাওয়া যায়। চিকিৎসকদের কাছে যানা যায় যে তারা রাত ৩:৩০টা পর্যন্ত ৬০ জন আহত মানুষ এর চিকিৎসা করেছে। মৌলভীবাজার পুলিশ সুপের জানালেন যে ঘটনার পরে পুলিশ, রেব, বিজিবি এবং ফায়ার সার্ভিস সাতে সাতে উদ্ধার অভিযান শুরু করে।


যাত্রী যারা নিয়মিত ঢাকা এবং সিলেটে ভ্রমণ করত তারা বলেছে যে, রেলগাড়ি দুর্ঘটনাটি সম্ভবত খুব বেশি পরিমাণের যাত্রী নেওয়ায় হয়েছে, কারণ শাহবাজপুরের ব্রিজ মেরামতের কাজ ঢাকা-সিলেটের বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে যার কারণে ট্রেনে খুব বেশি যাত্রী উঠেছিলো।


No comments:

Post a Comment

Adbox
Copyright © BD Trending News All Rights Reserved | Designed by Afraz Mohammed Sakib